ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রদত্ত সেবা সমূহঃ-
ð কম্পিউটার প্রশিক্ষণ ।
ð মোবাইল ব্যাংকিং।
ð কম্পিউটার কম্পোজ ।
ð ফ্লেক্সিলোড ।
ð প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন অনুষ্টান প্রদর্শণ ।
ð প্রজেক্টর ভাড়া দেওয়া হয় ।
ð সরকারি বিভিন্ন ফরম অনলাইনে পূরণ ।
ð জনগণকে ই-মেইল একাউন্ট খোলে দেওয়া এবং ই-মেইল আদান প্রদান ব্যবস্থা ।
ð ছবি তোলা ।
ð স্ক্যানিং ।
ð ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি দেশ বিদেশে কল করা হয় ।
ð ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার ফলাফল সংগ্রহ ।
ð অনলাইনে পাসপোর্ট ফরম পূরণ ।
ð স্কুলের অষ্টম ও নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীর রেজিষ্টেশন অনলাইনে পূরণ ।
ð কলেজের ছাত্র-ছাত্রীর ভর্তির ফরম পূরণ ।
ð jsc, ssc, hsc, এবং পাবলিক পরীক্ষার ফলাফল বের করে মার্কশীট দেওয়া হয় ।
ð স্ট্যাম্প বিক্রয় করা হয় ।
ð প্রাথমিক ও মাধ্যমিক স্কুল - কলেজে প্রজেক্টরের মাধ্যমে ফ্রি মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হয়।
ð আইসিটি বিষয়ক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
ð অনলাইনে অনার্স ডিগ্রি (পাসর্কোস), বিভিন্ন কলেজে ও বিশ্ববিদ্যালয়ে আবেদন ।
ð শিক্ষক নিবন্ধন ও প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ ফরম অনলাইনে আবেদন এবং টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান
করা হয় ।
ð পাসপোর্ট সাইজ আর্জেন্ট ডেলিভারী ।
ð ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ও বৈদেশিক নিবন্ধন ।
ð বিদ্যুৎতের নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS