বিদ্যালয়টি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় অর্ন্তগত ৩নং দুবাগ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দক্ষিণ দুবাগ গ্রামে অবস্থিত । বিদ্যালয়ের জমির পরিমাণ ১৭ শতাংশ । শ্রেণী ক্ষকঃ ০৩টি, অফিস ক্ষক ০১টি, অনুমোদিত পদ সংখ্যা ০৪টি, কর্মরত শিক্ষক ০৩জন । শূন্য পদ সংখ্যা ০১টি ।
১৮৯৭ সালে অত্র গ্রামের বেশ সংখ্যক গণ্যমান্য ব্যক্তি বর্গের প্রচেষ্ঠায় বিদ্যালয়টি প্রতিষ্টা করা হয় । মধ্য দুবাগ জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে । বিদ্যালয় পূণঃ নির্মাণ করা হয় ২০০১ সালে ।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ০৮ | ০৫ | ১৩ |
১ম | ২২ | ১৫ | ৩৭ |
২য় | ১৫ | ১৫ | ৩০ |
৩য় | ১৪ | ২২ | ৩৬ |
৪র্থ | ০৯ | ২০ | ২৯ |
৫ম | ১৩ | ১২ | ২৫ |
মোট | ৮১ | ৮৯ | ১৭০ |
মোট সদস্য সংখ্যা | পুরুষ সদস্য | মহিলা সদস্য | গঠনের তারিখ | অনুমোদনের তারিখ |
১২ জন | ০৪ জন | ০৮ জন | ২০/০১/২০১০ | ১০/০২/২০১০ |
সাল | ডি আরভুক্ত | অংশগ্রহণকারী | কৃতকার্য | হার |
২০১১ | ২০ | ২০ | ২০ | ১০০% |
২০১০ | ১৯ | ১৭ | ১৭ | ১০০% |
২০০৯ | ১৯ | ১৯ | ১৪ | ৭৪% |
২০০৮ | ১৯ | ১৯ | ১৯ | ১০০% |
২০০৭ | ১০ | ১০ | ১০ | ১০০% |
সাল | সুবিধাভোগী ছাত্র/ছাত্রীর সংখ্যা | একক পরিবারের সংখ্যা | একাধিক পরিবারের সংখ্যা | মোট পরিবারের সংখ্যা |
২০১১ | ৬৭ জন | ৪১টি | ১২টি | ৫৩টি |
বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় দিন দিন শিক্ষিতের হার বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন সালে টেলেন্টপুল বৃত্তি ও সাধারণ কোটায় প্রাথমিক বৃত্তি লাভ করে আসছে ।
শতভাগ ভর্ত্তিকৃত শিশুদের প্রাথমিক শিক্ষাক্রম সমাপ্ত করা যাতে প্রাথমিক স্থরের প্রান্তিক যোগ্যতা সমূহ অর্জন করে বাস্থব জীবনের সাথে শিশুরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে এবং বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয়ে পরিনত করা ।
বিদ্যালয়টি দূর্গম এলাকায় অবস্থিত । বিয়ানীবাজার উপজেলা সদর হতে দুবাগবাজার চৌরাস্থা থেকে দক্ষিণ দুবাগ গ্রামের রাস্থায় ঢুকে ১ কিলোমিটার ভিতরে মধ্যদুবাগ জামে মসজিদের দক্ষিণের দেওয়াল ঘেষে বিদ্যালয়টি অবস্থিত ।
বিয়ানীবাজার=দুবাগবাজার চৌমুহনী=দক্ষিণ দুবাগ=বিদ্যালয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস