বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাড়াভরা গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। শিক্ষক পদ ছয়টি। তিনটি বাজস্ব একটি নব সৃষ্ট রাজস্ব ও দুইটি অস্থায়ী রাজস্বপদ। বর্তমানে বিদ্যালয়টিতে ০২ সিফ্টে পাঠদান করানো হয়। |
ষোল তালুকের বসবাসকারী সকল জন সাধারণের সম্মিল্লিত প্রয়াসে স্থানীয় উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। প্রত্যেক তালুকের সার্বজনীন ভূমিতে প্রথমত: ১৩ শতাংশ ভূমিতে স্থানীয় চাঁদা ভিত্তিক দানে বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায়। গ্রামবাসির সার্বজনীন সম্পদের আয় থেকে মূল্য পরিশোধ করে ১৯৯৫ইং সনে আর ০৬ শতাংশ ভূমি বিদ্যালয়ে সংযুক্ত করা হয়। বর্তমানে মোট ভূমির পরিমাণ ১৯ শতাংশ। ১৯৯৬ইং সনে বিদ্যালয়টি পুন: নির্মিত হয় সরকারিভাবে। |
শ্রেণি বালক বালিকা মোট শিশু ১৭ ১০ ২৭ ১ম ৩০ ৩০ ৬০ ২য় ৩০ ২৮ ৫৮ ৩য় ২৭ ৩০ ৫৭ ৪থ ২১ ২৮ ৪৯ ৫ম ১৭ ২০ ৩৭ মোট ঃ- ১৪২ ১৪৬ ২৮৮ |
মোট সদস্য পুরুষ সদস্য মহিলা সদস্য গঠনের অনুমোদনের সংখ্যা সংখ্যা সংখ্যা তারিখ তারিখ ১২ ০৮ ০৪ ০৮/০২/২০১০ ১০/০২/২০১০ |
সন ডি.আর.ভুক্ত অংশ গ্রহণকারী কতকার্য পাশেরহার ২০০৭ ২৫ ২৫ ২৫ ১০০% ২০০৮ ২৩ ২৩ ২৩ ১০০% ২০০৯ ২৮ ২৪ ২৩ ৯৫.৮৩% ২০১০ ২৯ ২৮ ২৭ ৯৬.৪৩% ২০১১ ৩৬ ৩৬ ৩৬ ১০০% |
১লা জানুয়ারী ২০০৩ইং থেকে সরকারি নীতিমালা অনুসারে উপবৃত্তি অদ্যাবদ্ধি চলমান। |
গ্রামীণ জনজীবনে শিক্ষার হার ক্রমাগত বৃদ্ধি পায়। বিশেষ করে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচীও উপবৃত্তি চালু হওয়াতে গ্রামীণ জনজীবণে নারী শিক্ষার হার আশাতীত ভাবে ক্রম বর্ধমান। |
শতভাগ ভর্তি কৃত শিশুদের প্রাথমিক শিক্ষাক্রম সম্পূর্ণ করানো-যাতে শিশুরা সকল প্রান্তিক যোগ্যতা অর্জন করতে পারে। |
বিয়ানীবাজার টু সিলেট মহাসড়কের জিরো পয়েন্ট থেকে জকিগঞ্জ সড়ক দিয়ে জিরোপয়েন্ট হতে ০২ কিঃ মিঃ পূর্ব উত্তর পাকা সড়ক দিয়ে যোগাযোগ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস