বিদ্যালয়টি সিলেট জেলার বিয়ানীবাজর উপজেলার অর্ন্তগত ৩নং দুবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খাড়াভরা গ্রামে অবস্থিত। শ্রেনী কক্ষঃ ০৬টি, অফিস কক্ষঃ ০১টি, কর্মরত শিক্ষকঃ ০৬ জন। । |
২০০৯ সালে অত্র গ্রামের কিছু সংখ্যক গন্যমান্য ব্যাক্তি বর্গের নিজ প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। শেওলা জকিগঞ্জ রাস্তার পাশে খাড়াভরা বাজার সংলগ্ন হাজী ইউছুফ মিয়ার মার্কেটে একাডেমীটি অবস্থিত । |
শ্রেণি | বালক | বালিকা | মোট |
|
শিশূ শ্রেণি | ০৬ | ৯ | ১৫ |
|
১ম | ০৪ | ৬ | ১০ |
|
২য় | ০৫ | ১২ | ১৭ |
|
৩য় | ১২ | ০৩ | ১৫ |
|
৪র্থ | ১১ | ০৭ | ১৮ |
|
৫ম | ০১ | ০৩ | ০৪ |
|
মোটঃ | ৩৯ | ৪০ | ৭৯ |
|
মোট সদস্য সংখ্যা | পুরুষ সদস্য | মহিলা সদস্য | গঠনের তারিখ | অনুমোদনের তারিখ
|
১১ | ০৯ | ০২ | ০১/০১/২০১০ | ০৬/০২/২০১০ |
সাল | ডি আরভুক্ত | অংশগ্রহনকারী | কৃতকার্য | হার |
২০১১ | ০৮ | ০৭ | ০৭ | ১০০% |
বিদ্যালয়টি প্রতিষ্টার পর থেকে অত্র এলাকায় দিন দিন শিক্ষিতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । ২০১১ সালের সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য । |
শতভাগ ভর্তিকৃত শিশুদের প্রাথমিক শিক্ষাক্রম সমাপ্ত করা- যাতে প্রাথমিক স্থরের প্রান্তিক যোগ্যতা সমূহ অর্জন করে বাস্তব জীবনের সাথে শিশুরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে ।
|
বিদ্যালয়টি সুগম এলাকায় অবস্থিত। বিয়ানীবাজার উপজেলা সদর হইতে দুবাগ হয়ে শেওলা জিরো পয়েন্ট দিয়ে খাড়াভরা পর্যন্ত গিয়ে পাকা রাস্তায় বিদ্যালয় পর্যন্ত গমন করা যায়। যেমনঃ বিয়ানীবাজার àদুবাগ àশেওলা জিরোপয়েন্ট àখাড়াভরা àবিদ্যালয় ।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস