বিদ্যালয়টি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অর্ন্তগত ৩নং দুবাগ ইউনিয়নের পার্শ্বে অবস্থিত,এটি ১৯৯৭ সনে প্রতিষ্ঠিত হয়ে নার্সারী হতে দশম শ্রেণী পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। |
বিদ্যালয়টি ১৯৯৭ সনে অত্র এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে জমির পরিমান ৮০ শতাংশ।প্রথমে নার্সারী তারপর পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করে অত্যন্ত সুনামের সহিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এবং অত্র ইউনিয়নে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।সমাপনী ও জেএসসি এবং পারলিক পরীক্ষায় ফলাফল অত্যন্ত ভালো। |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
নার্সারী | ১৮ | ০৮ | ২৬ |
প্রথম | ২০ | ১৮ | ৩৮ |
দ্বিতীয় | ২০ | ১৮ | ৩৮ |
তৃতীয় | ২৪ | ১৬ | ৪০ |
চতুর্থ | ২০ | ২৫ | ৪৫ |
পঞ্চম | ১৬ | ১০ | ২৬ |
ষষ্ঠ | ৩৫ | ৪২ | ৭৭ |
সপ্তম | ৩৫ | ২৫ | ৬০ |
অষ্টম | ৩৪ | ৩৫ | ৬৯ |
নবম | ২৬ | ২২ | ৪৮ |
দশম | ১৯ | ৩৪ | ৫৩ |
মোট সদস্য সংখ্যা-১৩ জন,পুরুস-১০ জন,মহিলা-০৩ জন।
সাল | সমাপনী | জেএসসি | এসএসসি |
২০০৭ |
|
| ৬৪.২৯% |
২০০৮ |
| ১০০% | ৪৪.৪৪% |
২০০৯ | ৮৮.৬৩% | ৯৬.৪২% | ৯৫.৩৪% |
২০১০ | ১০০% | ৮৮.৮৮% | ৯৬.৫০% |
২০১১ | ১০০% | ১০০% | ৯১.৫০% |
সমাপনী,জেএসসি এবং এসএসসি তে টেলেন্টপুল এবং সাধারণ বৃত্তিসহ বিধি মোতাবেক সরকার নির্ধারিত উপবৃত্তি শিক্ষার্থীরা অর্জন করে থাকে। |
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্র এলাকায় দিন দিন শিক্ষিতের হার বৃদ্ধি পাচ্ছে। বিগত পরীক্ষাগুলোতে শতভাগ ফলাফল সহ এসএসসিতে ৩টি এ+,এবং সমাপনী, জেএসসি ও এসএসসিতে বৃত্তি লাভ করে আসছে। |
শতভাগ ভর্তি নিশ্চিত করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রম সমাপ্ত করা,যাতে প্রাথমিক ও মাধ্যমিক যোগ্যতা অর্জন করে বাস্তব জীবনের সাথে নিজেদের কে খাপ খাইয়ে নিতে পারে। |
দুবাগ আইডিয়াল একাডেমী
গ্রাম: উত্তর দুবাগ,পো:দুবাগবাজার-৩১৭৫,
উপজেলা:বিয়ানীবাজার,জেলা:সিলেট।
৩নং দুবাগ ইউনিয়নের পাশে বিদ্যালয়টি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস