অত্র বিদ্যালয়টিতে একটি পাকা ও একটি আধা পাকা বিল্ডিং আছে। এতে শ্রেণী কক্ষ পাঁচটি কমনরুম একটি, অফিস কক্ষ একটি, শিক্ষক মিলনায়তন একটিসহ মোট আটটি কক্ষ আছে।
মোঃ মঈন উদ্দিন, বশির আহমদ, হাজী আয়াজ আলী, আখলাক আহমদ, মতিউর রহমান, রশিদ আহমদ, এম.এ গফুর তাদের যৌথ উদ্যোগে বিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং দাতা সদস্য হিসেবে ছিলেন- বশির আহমদ, আববাস আলী, আব্দুল ওহাব। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়কারী ছিলেন জনাব মোঃ মঈন উদ্দিন। |
ষষ্ঠ শ্রেণী: ছাত্র ২৭ জন, ছাত্রী ২৯ জন, মোট= ৫৬ জন।
সপ্তম শ্রেণী: ছাত্র ১৯ জন, ছাত্রী ২৭ জন, মোট = ৪৬ জন।
অষ্টম শ্রেণী: ছাত্র ১২ জন, ছাত্রী ১৮ জন, মোট =৩০ জন।
নবম শ্রেণী: ছাত্র ২৩ জন, ছাত্রী ২৩ জন, মোট =৪৬ জন।
দশম শ্রেণী: ছাত্র ১৪ জন, ছাত্রী ২৩ জন, মোট ৩৭ জন।
আব্দুল বাছিত-দাতা সদস্য
নজিব আহমদ- শিক্ষানুরাগী
হাজী মনোজ্জির আলী- অভিভাবক সদস্য
হাজী নুরুল হক- অভিভাবক সদস্য
আবুল ফয়েজ- অভিভাবক সদস্য
আখলাক আহম- অভিভাবক সদস্য
সুলতানা ইয়াছমিন- সংরক্ষিত মহিলা
সুজন মিয়া- শিক্ষক প্রতিনিধি
শাহজাহান কবির- শিক্ষক প্রতিনিধি
ক্র:নং | সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | অনুত্তীর্ণ | পাসের হার |
১ | ২০০৭ | ২০ | ০৬ | ১৪ | ৩০% |
২ | ২০০৮ | ১১ | ০৭ | ০৪ | ৬৩.৬৩% |
৩ | ২০০৯ | ১৯ | ১৯ | - | ১০০% |
৪ | ২০১০ | ১৪ | ১৩ | ০১ | ৯৩% |
৫ | ২০১১ | ২৪ | ১৮ | ০৬ | ৭৫% |
ক্র:নং | সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | অনুত্তীর্ণ | পাসের হার |
১ | ২০১০ | ৪০ | ১৮ | ২২ | ৪৫% |
২ | ২০১১ | ৬৩ | ৬৩ | - | ১০০% |
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০১১ইং সনে ১ জন ২য় গ্রেডে
২০০৯ সালে এস.এস.সি পরীক্ষায় ১০০%
২০১১ সালে জে.এস.সি পরীক্ষায় ১০০%
ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া হ্রাস, শতভাগ ফলাফল অর্জন, এ প্লাস নিশ্চিত করণ।
বাস যোগে, হেটে, নৌকায়, সি.এন.জি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস