বিদ্যালয়টি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অর্ন্তগত ৩নং দুবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ দুবাগ গ্রামে অবস্তিত। বিদ্যালয়ের জমির পরিমাণ ৩৩ শতাংশ। শ্রেণী কক্ষঃ ০৩টি , অফিস কক্ষঃ ০১টি, অনুমোদিত পদ সংখ্যাঃ ০৪টি, কর্মরত শিক্ষকঃ ০৩ জন। শূন্যপদ সংখ্যাঃ ০১ জন। গণ্যমান্য ব্যক্তি বর্গের প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। দক্ষিণ দুবাগ গ্রামের ঐতিহ্যবাহী সারেং বাড়ির নিজস্ব জমিতে বিদ্যালয়টি নির্মিত হয়। ২০০১ সনে বিদ্যালয়টি পূনঃ নির্মিত।
১৯৭২ইং সালে অত্র গ্রামের কিছু সংখ্যক গণ্যমান্য ব্যক্তি বর্গের প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। দক্ষিণ দুবাগ গ্রামের ঐতিহ্যবাহী সারেং বাড়ির নিজস্ব জমিতে বিদ্যালয়টি নির্মিত হয়। ২০০১ সনে বিদ্যালয়টি পুনঃ নির্মিত হয়।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু শ্রেণী | ০৯ | ০৪ | ১৩ |
১ম | ১৩ | ১৩ | ২৬ |
২য় | ১৬ | ০৮ | ২৪ |
৩য় | ১০ | ১৪ | ২৪ |
৪র্থ | ১৬ | ১০ | ২৬ |
৫ম | ০৯ | ১২ | ২১ |
মোট | ৭৩ | ৬১ | ১৩৪ |
মোট সদস্য সংখ্যা | পুরুষ সদস্য | মহিলা সদস্য | গঠনের তারিখ | অনুমোদনের তারিখ |
১১ | ০৫ | ০৬ | ০১/০১/২০১০ইং | ১০/০২/২০১০ইং |
সাল | ডি আরভুক্ত | অংশগ্রহণকারী | কৃতকায | হার |
২০১১ | ১৩ | ১৩ | ১১ | ৮৫% |
২০১০ | ২২ | ২১ | ২১ | ১০০% |
২০০৯ | ০৯ | ০৯ | ০৩ | ৩৩% |
২০০৮ | ১১ | ১১ | ১১ | ১০০% |
২০০৭ | ০৮ | ০৮ | ০৪ | ৫০% |
সাল | সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা | ছাত্র-ছাত্রীর সংখ্যা | একক পরিবারের সংখ্যা | মোট পরিবারের সংখ্যা |
২০১১ | ৫৪ জন | ৩০টি | ১২টি | ৪২টি |
বিদ্যালয়টি প্রতিষ্টার পর থেকে অত্র এলাকার শিক্ষিতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিদ্যালয়ে শত ভাগ ভর্তি নিশ্চিত হয়েছে। |
শতভাগ ভর্তিকৃত শিশুদের শিক্ষাক্রম সমাপ্ত করা ও পাশের হার বৃদ্ধি করা। |
বিদ্যালয়টি সুগম এলাকায় অবস্থিত। বিয়ানীবাজার উপজেলা সদর হতে দুবাগবাজার যাওয়ার আগে ডানের রাস্থায় ঢুকে ১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিয়ানীবাজার=দুবাগবাজার=ডানের রাস্থা দিয়ে=দক্ষিণে=বিদ্যালয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস