দুবাগ স্কুল এন্ড কলেজ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ০৩নং দুবাগ ইউনিয়ন পরিষদের কেন্দ্রস্থল কুশিয়ারা নদীর দক্ষিণ তীরে শেওলা সেতু ও দুবাগ বাজার এর মধ্যবর্তী স্থানে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত ।
অত্র দুবাগ স্কুল এন্ড কলেজ ১৯১৫ খ্রিস্টাব্দ ৮ই জানুয়ারী এলাকার প্রতিটি গ্রামের শিক্ষাদরদী ব্যক্তি বর্গের মাধ্যমে অবহেলিত জনগোষ্টিকে শিক্ষার আলোয় আলোকিত লক্ষ্যে (সুয়ারা) বর্তমানে কুশিয়ারা নদীর দক্ষিণ তীরে প্রায় ১৬ জোষ্টি ভুমির উপর গড়ে তোলেন এম-ই স্কুল । তখনকার সময় এম-ই স্কুল লোকাল বোর্ডের অধীনে ছিল । তৎপর ইহারই ধারাবাহিকতায় ১৯৪২ খ্রিস্টাব্দে এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ উচ্চ ইংরেজী শিক্ষার জন্য হাইস্কুল করার পরিকল্পনা করেন ও পাঠদান শুরু করেন । কিন্তু সমস্যা দেখা দেয় এম-ই স্কুলকে নিয়ে । কারণ এম-ই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান চলত । তাই আবার ও এলাকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় (তৎকালীন ব্রিটিশ) সরকারের নিয়মনীতি মেনে উভয় স্কুলকেই এমালগেমেট কর হয় । আর ১৯৪৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের Dubag High English School হিসাবে স্বীকৃতি লাভ করে । এলাকার শিক্ষার্থীদের ইংরেজী শিক্ষার দ্বার হয় প্রশস্থ ।এরপর হতে প্রতিষ্ঠানটি আর থেমে থাকেনি ক্রমান্বয়ে উন্নতির শিখরে উঠতে থাকে । এরই ক্রমবিবর্তনের ধারায় ২০১০ সালে খ্রিস্টাব্দে এইচ.এস.সি পর্যায়ের প্রথম পাঠদানের অনুমতি শিক্ষামন্ত্রনালয় ও বোর্ড হতে লাভ করে । প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রা থেমে নেই । উত্তোত্তর আর ও সাফল্য লাভ করবে। ইনশাল্লাহ ।
শ্রেণীর নাম | ছাত্র | ছাত্রী | মোট |
নার্সারী | ০৫ | ০৬ | ১১ |
১ম | ১৩ | ০৯ | ২২ |
২য় | ১৫ | ১১ | ২৬ |
৩য় | ১১ | ১৪ | ২৫ |
৪র্থ | ১১ | ০৬ | ১৭ |
৫ম | ১৪ | ০২ | ১৬ |
৬ষ্ঠ | ৮০ | ১০০ | ১৮০ |
৭ম | ৮৭ | ১০৯ | ১৯৬ |
৮ম | ৫২ | ৫৮ | ১১০ |
৯ম | ৫০ | ৪২ | ৯২ |
১০ম | ২৮ | ৩০ | ৫৮ |
১১শ | ৫৭ | ৯০ | ১৪৭ |
১২শ | ১৬ | ৪২ | ৫৮ |
শিক্ষক প্রতিনিধি ২জন, অভিভাবক প্রতিনিধি ২জন, দাঁতা ১জন, শিক্ষানুরাগী সদস্যসহ ১০ সদস্য বিশিষ্ট্য কমিঠি ।
সাল | প্রাপ্ত বিভাগ/জিপিএ |
২০০৮ | জেএসসি- এস.এস.সি-৪৬% |
২০০৯ | জেএসসি- এস.এস.সি-৮৭.৫% |
২০১০ | জেএসসি-৯৩% এস.এস.সি-৭৫.৯৩% |
২০১১ | জেএসসি-১০০% এস.এস.সি-৮৫% |
২০১২ | জেএসসি- এস.এস.সি-৯৬.৪৯% |
৮ম শ্রেণী ২০১০(১জন)।
এই এলাকার আলো শিক্ষা জ্বালানোর অগ্রদূত হিসাবে প্রতিষ্ঠান প্রায় ১০০ বর্ষ ধরে ভূমিকা রেখেছে ।
অত্র প্রতিষ্ঠানকে এই এলাকায় একটি অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করনো ।
রোড এন্ড হাইওয়ে এর শেওলা সেতু সংলগ্ন ও কুশিয়ারা নদীর তীরে অবস্থিত প্রতিষ্ঠানটি সড়ক ও নৌপথের সুন্দর যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস