Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দুবাগ ইউনিয়নের ইতিহাস

ঐতিহ্যবাহী দুবাগ ইউনিয়নের পূর্বের ইতিহাস অত্যন্ত গৌরব উজ্জল। দুবাগ ইউনিয়ন সীমান্ত এলাকায় অবস্থিত হওয়া সত্যেও এ এলাকার মানুষ বরাবরই অনেক ভালো বলে সুনাম রয়েছে। এ এলাকার বেশির ভাগ মানুষের পেশা ছিল কৃষি। এ এলাকার একটি প্রধান হাট-বাজার ছিল ‘দুবাগ বাজার’ । এ বাজারে দুবাগ ইউনিয়নের মানুষ তথা তৎকালীন ভারতের আসাম রাজ্যের একাংশের মানুষ কেনাকাটা করত। এ ইউনিয়নের  মানুষ মুক্তিযোদ্ধেও অসামান্য অবদান রেখে গেছেন, এ ইউনিয়নের সক্রিয় মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৬জন। এর মধ্যে শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ০৪জন।